Puja Carnival: বিদায় বেলায় 'মা কার্নিভাল', রেড রোড জুড়ে চূড়ান্ত প্রস্তুতি, হাজির থাকবেন বিদেশি অতিথিরাও

Updated : Oct 14, 2024 12:59
|
Editorji News Desk

পুজো শেষ। মা বিদায় নিয়েছেন। রবিবার থেকেই বিসর্জনের প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত বাড়ির প্রতিমা বিসর্জন হয়েছে ওইদিন। এবার বিসর্জন পালা বারোয়ারি প্রতিমাগুলির। তার আগেই রাজ্য সরকারের তরফে প্রতিবছরের মতোই আয়োজন করা হয়েছে দুর্গা কার্নিভাল। 

১৫ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার দুর্গা কার্নিভাল হবে কলকাতার রেড রোডে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ বিদেশের একাধিক অতিথিদেরও এই উৎসবে উপস্থিত থাকার আয়োজন করা হয়েছে।

এই বছরের দুর্গা কার্নিভালে অংশ নেবে ১০০টিরও বেশি পুজো কমিটি। শুধু কলকাতা শহর নয়, শহরতলিরও একাধিক পুজো কমিটি অংশ নেবে মা কার্নিভালে। 

ইতিমধ্যে রেড রোডজুড়ে কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিগত বছরগুলির তুলনায় এই বছপ বিদেশি অতিথির সংখ্যা থাকবে অনেক বেশি। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতর থেকে জানানো হয়েছে, চলতি বছরে যে সমস্ত পুজো কমিটিগুলি বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে তারা প্রত্যেকেই কার্নিভালে উপস্থিত থাকবে। ইতিমধ্যে কলকাতার একাধিক পাঁচতারা হোটেলে অনেক বিদেশি পর্যটক চলে এসেছেন বলে খবর পাওয়া গিয়েছে। 

কবে থেকে শুরু মা কার্নিভাল? 
২০১৬ সাল থেকে শুরু হয়েছিল দুর্গা কার্নিভাল। তারপর থেকে ফি বছর রাজ্য সরকারের তরফে এই কার্নিভালের আয়োজন করা হলেও ২০২০ এবং ২০২১ সালে কোভিড অতিমারির কারণে বন্ধ ছিল কার্নিভাল। তারপর ফের ২০২২ সাল থেকে শুরু হয়। তবে বাংলার দুর্গাপুজোকে UNESCO স্বীকৃতি দেওয়ার পর আরও গুরুত্ব পেয়েছে মা কার্নিভাল। রেড রোড জুড়ে ওই কার্নিভাল হবে। 

কেমন হয় কার্নিভাল? 
যে সব পুজো কমিটি কার্নিভালে অংশ নেবে তারা প্রত্যেকেই কয়েকটি ট্যবলো বের করে নিজেদের থিম প্রদর্শিত করতে পারবে। এর সঙ্গে নিজেদের প্রতিমাও প্রদর্শিত করাতে পারবেন পুজো কমিটিগুলি। সবশেষে ভাসান দেওয়া হবে গঙ্গায়। 

কার্নিভালের দিন আবহাওয়া-
পুজোর সময় খুব একটা বৃষ্টি হয়নি। বিক্ষিপ্ত কয়েকটি এলাকায় বৃষ্টি হলেও পুজোর আনন্দ মাটি হয়নি। তবে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার অর্থাৎ কার্নিভালের দিন কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে।

শুধু কলকাতা নয়, প্রতিটি জেলার সদর শহরগুলিতেও এই কার্নিভাল হবে। তবে সোমবার অর্থাৎ আজই জেলায় জেলায় ওই কার্নিভাল সম্পন্ন হবে।  

এবারের কলকাতা মা কার্নিভাল একটু আলাদা হতে পারে বলে মনে করছেন নাগরিকরা। কারণ কলকাতায়, ওই দিনই জুনিয়র ডাক্তাররা আয়োজন করেছেন দ্রোহের কার্নিভাল। রানি রাসমনি রোডে ওই মিছিল হবে। জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচির ফলে কার্নিভালে আগত সাধারণ মানুষের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। সেই কারণে ওই কর্মসূচি বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। 

Carnival

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন