মঙ্গলবার রাত থেকে বন্ধ মা উড়ালপুল। মেরামতের কাজের জন্যই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে আগামী ৫ দিন রাত সাড়ে ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কাজ চলবে। সেকারণে যান চলাচল বন্ধ রাখা হবে।
মা ফ্লাইওভারের উপর একাধিক জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন নিত্য যাত্রীরা। পুজোর আগেই ফ্লাইওভার সারানো হবে বলে জানা গিয়েছিল। কিন্তু কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে অনুমতি মিলছিল না। সূত্রের খবর, এবার ইস্ট ট্র্যাফিক গার্ডের তরফে অনুমতি পাওয়ার পরেই মঙ্গলবার থেকে শুরু হবে মা ফ্লাইওভার মেরামতের কাজ।
শহরের এই ব্যস্ততম উড়ালপুল দিয়ে দৈনিক প্রায় কয়েক হাজার গাড়ি চলাচল করে। সেকারণে রাস্তার হাল অনেক জায়গায় খারাপ। মূলত রুবির দিকে রাস্তার হাল অতি শোচনীয়। এছাড়াও AJC বসু ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের মিলনস্থলেও হাল যথেষ্ট খারাপ। সেকারণে যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে প্রায় নিত্যদিন। সেই সমস্যা দূর করতেই CMDA উদ্য়োগী হল।