পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে কোনও মন্তব্য় করা থেকে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে বিরত থাকতে নির্দেশ দিলেও রবিবার দলেরই অন্যতম হেভিওয়েট নেতা মদন মিত্র (madan Mitra) পার্থকে নিয়ে মন্তব্য করলেন।
ইডির হাতে গ্রেফতার হওয়ার পর পার্থ দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এদিন সেই ষড়যন্ত্রের দাবি নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ‘বার বার হেঁয়ালি না করে আসল সত্য প্রকাশ করে দেওয়া উচিত পার্থর। আজ না হোক কাল, আসল সত্য বেরিয়ে আসবেই। তাই গুরুত্ব দিয়ে পরিস্থিতি বোঝা উচিত পার্থর। টাকা কোথা থেকে এল বলে দেওয়া উচিত। ’
উল্লেখ্য, স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই পার্থর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। তাঁকে মন্ত্রিসভা সহ দলের সমস্ত পদ থেকে সরানো হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার পার্থকে নিয়ে মুখ খোলেন মদন। তিনি বলেন, ‘‘আমি এমন কয়েদি দেখেছি যে ৩৬ বছর পরও মুক্তি পায়নি। তাই এটুকুই বলব যে, পার্থ আস্তে আস্তে নিজেকে ধাতস্থ করে, সমস্ত জিনিসটাকে গুরুত্ব দিয়ে বুঝে সত্যটা বলে দিক। হেঁয়ালি না করে, বার বার ষড়যন্ত্র আছে না বলে, ষড়যন্ত্র বলে কিছু আছে কিনা, কী ঘটেছে, কী ছিল না ছিল বলে দিক। টাকা যদি সত্যিই ওর না হয়, কে ওকে দিল, এগুলো বলতেই পারে। আজ না হয় কাল সত্যি তো বেরোবেই।’’
উল্লেখ্য, স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ, সোনা ও হিরের গয়না, বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে। এমনকি দু’জনের নামে যৌথ সম্পত্তিও পাওয়া গিয়েছে।