দিন কয়েক ধরেই এক রোগীর জন্য লড়ছেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। SSKM-এ ভর্তি করাতে পারেননি, শুভদীপ পালের চিকিৎসা চলছিল কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। সমস্ত কাজ ফেলে শুভদীপকে শেষ দেখা দেখতে ছুটে গেলেন কামারহাটির বিধায়ক। পুলিশের মর্গে পৌঁছলেন তিনি।
কিন্তু শেষ বেলায় বিতর্ক এড়ালেন মদন। দুষলেন নিয়তিকেই। তাঁর কথায় ,’মানুষ বিপদে পড়লে পাশে থাকব।’ পাশাপাশি চিকিৎসকদের ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন কামারহাটির বিধায়ক। এই শুভদীপকে এসএসকেএম ভর্তি করাতে গিয়ে হাসপাতাল এবং তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শুভদীপের মৃত্যুতে তিনি শোকাহত। বাতিল করেছেন সব অনুষ্ঠান।
হাসপাতাল জানিয়েছে, মঙ্গলবার বেলা এগারোর কিছু পরেই মৃত্যু হয় শুভদীপের। কার্ডিও রেসপিরেটরি ফেলিওরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই যুবক। তাঁর জন্য কলকাতা মেডিক্যাল কলেজে ১১ জন ডাক্তারের বিশেষ বোর্ড তৈরি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনার জেরে শুভদীপের শরীরের অনেক অঙ্গই বিকল হয়ে গিয়েছিল। বিশেষ করে ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়েছিল।