মদন মিত্র (Madan Mitra) আর ফেসবুক লাইভে আসবেন না৷ ইন্সটাগ্রামেও তাঁর লাইভ দেখা যাবে না। ফেসবুক লাইভ (Madan Mitra Live) করে একথা জানিয়ে দিলেন কামারহাটির (Kamarhatu) বিধায়ক। আগামী ৩০ জুন পর্যন্ত ফেসবুকে লাইভ দেখা যাবে না তাঁকে।
শুক্রবার আবারও ফেসবুক লাইভে (Facebook Live) আসেন মদন মিত্র (Madan Mitra), কিন্তু আর আসবেন না। মদন মিত্র জানিয়েছেন, 'আমার কাছে নির্দেশ এসেছে, ফেসবুক ছেড়ে দাও। বেশি ফেসবুক করো না। যদি বেশি ফেসবুক কর, তাহলে তোমার ফেস-লুকের যে গ্ল্যামার, সেটা নষ্ট হয়ে যাবে। ৩০ জুন পর্যন্ত ফেসবুক-ইনস্টাগ্রাম খতম'।
আরও পড়ুন: Madan Mitra: মদন মিত্র ও তাঁর ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
ফেসবুকে লাইভে মদন মিত্র বলেন, 'আমি ফেসবুক করি তৃণমূলের দয়ায়। আমি মদন মিত্র বলে কেউ দেখে না। বিধায়ক বলেও দেখে না। তৃণমূলের সাধারণ কর্মী হিসেবে আমার কথা শোনে। আমি দলের নির্দেশ মেনে চলব। যদি কোনও ঘটনা ঘটে, যদি কোনও আন্দোলন হয়, যদি তৃণমূলের কোনও প্রচার হয়. তাহলে ডিজিটাল টিম নির্দেশও দেওয়া আছে, তাঁরা সঙ্গে সঙ্গে প্রচার করবে'।
মদন মিত্রের ঘনিষ্ঠ সূত্রের খবর, সম্প্রতি তাঁর কয়েকটি ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত মদনের।