কাতারে বিশ্বকাপ ফুটবলের আসরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা মাঠে বসে দেখেছেন তিনি৷ গিয়েছেন মরুভূমিতেও। ডেজার্ট সাফারি করতে দেখা গিয়েছে তাঁকে। এত কিছুর মধ্যেও প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার আনতে ভোলেননি তিনি। উপহার এনেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যও।
মমতার জন্য কী এনেছেন মদন? নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তৃণমূলের 'রঙিন' নেতা। মদন জানিয়েছেন, মমতা কোনও উপহারই নিতে চান না৷ তিনি তাই প্রিয় দিদির জন্য এনেছেন কাতার বিশ্বকাপের একটি বল। সেটিই তিনি দেবেন মমতাকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যও উপহার এনেছেন মদন৷ তিনি জানিয়েছেন, অভিষেকের জন্য তিনি ব্রাজিল এবং আর্জেন্টিনার দু'টি পতাকা এনেছেন তিনি৷ সেই দু'টি অভিষেককে দিয়ে তাঁকে নিজের টিম বেছে নিতে বলবেন তিনি। তবে প্রিয় নাতির জন্য চকোলেট কিনে রাখলেও তা আনতে ভুলে গিয়েছেন মদন। হোটেলের ডিপ ফ্রিজে ফেলে এসেছেন সেই চকোলেট।