রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকলে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্য সাথীর টাকা নাও মিলতে পারে। এমনই ইঙ্গিত দিলেন কামহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। কেন্দ্রীয় বাহিনী এলে রাজ্যবাসী কী কী সমস্যায় পড়বেন সেই কথাও জানান তিনি।
বেলঘড়িয়ার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মদন মিত্র জানান, সব টাকা কেন্দ্রীয় বাহিনীই খেয়ে নেবে। তাই রাজ্যের তরফে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্য সাথীর টাকা দেওয়া সম্ভব নাও হতে পারে। মদন মিত্রের এই মন্তব্যে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
কামারহাটির বিধায়ক বলেন, "কেন্দ্রীয় বাহিনীকে ঘর জামাই করে দিন। এখানেই থাকবে। শেষ অবধি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার-স্বাস্থ্য সাথীর টাকা পাওয়া যাবে না। কারণ সব টাকা ওরাই খেয়ে নেবে।”
উল্লেখ্য রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। কিন্তু সেখানে খুব একটা লাভ হয়নি। হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত।