Madan Mitra: রুদ্রর 'অনুমাধব' বনাম মদনের 'নীলমাধব', কবির লড়াইয়ে জমজমাট রাজ্য রাজনীতি

Updated : Apr 12, 2022 19:59
|
Editorji News Desk

রুদ্রনীল ঘোষের ‘অনুমাধব’ কবিতার পাল্টা এবার মদন মিত্রের ‘নীলমাধবের আর্তনাদ’। অভিনেতার সুর, ছন্দ, ভঙ্গিতেই লেখা কামারহাটির বিধায়কের ‘নীলমাধবের আর্তনাদ’ কবিতা। প্রতিটি পংক্তি, ছত্রে ছত্রে শুধুই ব্যঙ্গ ভেসে উঠেছে। কেবল বদলে গিয়েছে কটাক্ষের পাত্র। গুঞ্জন, এর আগের দিন ‘অনুমাধব’ কবিতায় নাকি অনুব্রত মণ্ডল পটভূমিকায় ছিলেন। ‘নীলমাধব’ কবিতায় রুদ্রনীলকে বিঁধেছেন কামারহাটির 'কালারফুল' বিধায়ক মদন মিত্র। 

বুধবার নীল ষষ্ঠী। শিব আরাধনার আগের দিন রুদ্র এবং নীলকে ভাগ করে মদনবাণ, ‘বিজেপি-তে উপোস করে হয়েছ শুকনো বিল!’ আরও দাবি, ‘জল তোমার শুকিয়ে গেছে রসও রসাতলে, কী যে কষ্ট কী যে দুঃখ তোমার দাড়ি-ই কথা বলে।’ অর্থাৎ, কাজ না পাওয়ার কারণ বিজেপি-তে যোগদান— এ কথাই কি ঘুরিয়ে স্পষ্ট করে দিলেন মদন? যদিও মদন মিত্রকে কটাক্ষ রুদ্রনীলের, ‘‘এটা কবিতা না সাহিত্য না শিল্প না অন্য কিছু? সেটা বাংলার শিক্ষিত মানুষেরা বিচার করবেন। উনি বয়সে বড়। তাই আমি হাসব না।’’

আরও পড়ুন- Partha Chatterjee: ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশে স্বস্তি, সিবিআই দফতরে যাচ্ছেন না পার্থ

মাঝে শোনা যাচ্ছিল, বিজেপিও নাকি ছাড়তে চলেছেন রুদ্রনীল। রাজনীতিতে আর থাকবেনই না। গেরুয়া শিবিরে যোগ দিয়ে কাজ পাচ্ছেন না তিনি। ইতিমধ্যেই তাঁর রাজ্যের সমস্ত রাজনৈতিক দলেই যোগদান সারা। এবার কি শুধুই অভিনয় নিয়ে থাকবেন? প্রশ্ন ওঠার আগেই অভিনেতার ‘অনুমাধব’ কবিতা ফের বিস্ময় তৈরি করে দিয়েছে সবার মনে। যেখানে চড়াম চড়াম ঢাকের বাদ্যি, গুড়-বাতাসা, নকুলদানা থেকে শুরু করে সিবিআই, অনুব্রতর অসুস্থতা, বিশাল ভুঁড়ি নিয়ে কটাক্ষ— সবই ছিল। 

মদন মিত্রও সোজাসুজি গেরুয়া শিবির নিয়ে কটাক্ষ করেছেন তাঁকে। রুদ্রনীল তা হলে কোন দলে? রাজনীতিতে কি এখনও আছেন? তিনি কি পড়েছেন বিধায়কের লেখা কবিতা? আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ডাবিংয়ের ফাঁকে অভিনেতা-রাজনীতিকের জবাব, ‘‘ভুয়ো খবর ছড়ানো হয়েছিল, আমি বিজেপি ছেড়ে দিচ্ছি। কারণ, আমি বিরোধী দলের অফিসে সবার সামনে জানিয়েছিলাম ১৪ মাস আমি বেকার। গেরুয়া শিবিরে যোগদানের কারণে। তখনই রটনা ছড়ায় রাজনীতি ছাড়ছি।’’

TMCBJPpoemrudranil ghoshMadan mita

Recommended For You

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু

editorji | লোকাল

Howrah Police : রাতে মধ্য হাওড়ায় গাড়ির মধ্যে গুলি, গুলিবিদ্ধ পুলিশ অফিসার, আটক এক মহিলা