মধ্যপ্রদেশে (Madhyapradesh) একের পর এক বাঘের (Tiger) মৃত্যু। 'বাঘ রাজ্য'-এর তকমা হারাতে বসেছে সে রাজ্য। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে মধ্যপ্রদেশে ৩৪টি বাঘের প্রাণ গিয়েছে।
সারা দেশের মধ্যে সব থেকে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে। এর পরেই রয়েছে কর্ণাটক (Karnataka)। সেখানে ২০২২সালে মোট ১৫টি বাঘ মারা গিয়েছে। মধ্যপ্রদেশে বিপুল সংখ্যক বাঘের মৃত্যুর কারণে এক প্রকার উদ্বেগে রয়েছে বনমন্ত্রক।
প্রতি চার বছর অন্তর অন্তর দেশে বাঘ গণনা করা হয়। ২০১৮ সালের শেষ গণনা অনুযায়ী, মধ্যপ্রদেশে ৫২৬টি বাঘ ছিল। কর্ণাটকে বাঘের সংখ্যা ছিল ৫২৪টি। ২০২২ সালে ফের ব্যাঘ্র গণনা করা হয় দেশ জুড়ে। তাতেই উঠে এসেছে এই পরিসংখ্যান।
আরও পড়ুন- বিরিয়ানি খেয়েই মৃত্যু তরুণীর! দানা বাঁধছে রহস্য, চলছে তদন্ত
সারা দেশে মোট ১১৭টি বাঘ মারা গিয়েছে। যার মধ্যে ৩৪টি বাঘি মধ্যপ্রদেশের। এত বাঘের মৃত্যু ঠিক কী কারণে হয়েছে তা এখনও জানা যায়নি। এই গণনার বিস্তারিত ফলাফল প্রকাশ করা হবে ২০২৩ সালে।