শুক্রবার, ১৯ মে প্রকাশিত হবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। পর্ষদের তরফে স্কুলগুলিকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে ১২টার পর থেকেই।
২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৬ লাখ ৯৮ হাজার ৬২৮ জন ছাত্রছাত্রী। ছাত্রদের তুলনা ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। পর্ষদের দেওয়া তথ্য অনুসারে, ২ লাখ ৯০ হাজার ১৭২ জন ছাত্র এবং ৩ লাখ ৫৬ হাজার ২১ জন ছাত্রী চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
উল্লেখ্য, পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসেই ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে ফলপ্রকাশের দিনক্ষণ জানান।