কার্যত শেষ হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। শনিবার ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। এরপর সোমবার ঐচ্ছিক বিষয় রয়েছে। চলতি বছরেই পরীক্ষা চলাকালীন ৩৪জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। যা একপ্রকার নজিরবিহীন। পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এবছরই প্রথম প্রশ্নপত্রে QR কোড ব্যবহার করেছে পর্ষদ। এর ফলে ছবি তুলে শেয়ার করার পরেই ধরা পড়ে যায় অভিযুক্তরা।
এদিকে পরীক্ষা শেষের পর দুটি স্কুলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। উভয় ক্ষেত্রেই পর্ষদের তরফে জানানো হয়েছে, যারা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে অভিযুক্ত পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে না।