প্রথা মতোই ২০২২ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময় আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা সূচিও (Madhyamik 2023 schedule) ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।
শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
প্রকাশিত হল মাধ্যমিকের ফল, একনজরে মাধ্যমিকের প্রথম তিন
আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মাধ্যমিক পরীক্ষা চলবে ৪ মার্চ পর্যন্ত। ২৩ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার। ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।
প্রসঙ্গত, এবছর পাশের হার ৮৬.০৬ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৬৯৩। সর্বোচ্চ নম্বর পেয়েছে দু'জন। বর্ধমানের রৌণক মণ্ডল, বাঁকুড়ার অর্ণব ঘড়াই। দ্বিতীয় কৌশিকী সরকার। তৃতীয় অনন্যা দাশগুপ্ত।
পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৪.২৭ শতাংশ। তার পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.৬২%। এছাড়া কলকাতা-৯৪.৩৬%, ঝাড়গ্রাম-৯২.০৭%, উত্তর ২৪ পরগনা-৯১.৯৮%, দক্ষিণ ২৪ পরগনা-৮৯.৬১%, মালদহ-৮৭.১১%