বৃহস্পতিবার ২৩শে ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ঠা মার্চ পর্যন্ত। এদিন সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্থী অভিভাবকদের চেনা ভিড়।
এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। মোট ১২২৬টি পরীক্ষাকেন্দ্র রয়েছে রাজ্যজুড়ে। আগামী মে মাসে পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা।
জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই মনে সামান্য ভয় রয়েছে সকল পরীক্ষার্থীরই। পরীক্ষা শুরুর বেশ খানিক আগেই খুলে দেওয়া হয়েছে স্কুলের গেট। বাইরে টাঙানো রোল নম্বর মিলিয়ে দেখে নিচ্ছেন পরীক্ষার্থীরা। কোথাও কোথাও পরীক্ষার্থীদের বিতরণ করা হচ্ছে জলের বোতল, পেন।
প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে নানা নতুন নিয়ম চালু করেছে পর্ষদ।পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় শেষ হয়ার আগে কোনও পরীক্ষার্থী খাতা জমা দিয়ে বেরিয়ে যেতে চাইলে নিজের প্রশ্নপত্রটিও জমা দিতে হবে পরীক্ষার্থীকে। এ ছাড়া প্রতি পরীক্ষাকেন্দ্রে তিনটি করে সিসিটিভি লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।