মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনে ভুল হলে তা সংশোধন করার ব্যবস্থা রয়েছে অনলাইনে। তার পরেও এ বছর বহু স্কুল ভুল সংশোধনের চেষ্টা করেনি। এ ব্যাপারে এবার কড়া হল পর্ষদ। যে সব স্কুল এখনও পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শংসাপত্রে ভুল সংশোধনের চেষ্টা করেনি, তাদের ফি দিতে হবে বলে জানিয়ে দিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ।
২০২১ সালে অনলাইনে রেজিস্ট্রেশন শংসাপত্র খতিয়ে দেখার প্রক্রিয়া চালু হয়েছিল। সে বার ৯,৮৪৩টি আবেদন জমা পড়েছিল। এবার জমা পড়েছে মাত্র ১,০০০টি।
পর্ষদের তরফে জানানো হয়েছে, এ বছর ১৮২টি স্কুল এই অনলাইন ডেটা খতিয়ে দেখার প্রক্রিয়াতে অংশই নেয়নি। তাদের ক্ষেত্রে ফি দেবেন স্কুল কর্তপক্ষ। ওই পরীক্ষার্থীরা নয়, এমনই নিয়ম করল পর্ষদ।