২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবং শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সরকারিভাবে শেষ হল সোমবার। তারপরেই ২০২৫ সালের পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কী জানিয়েছেন শিক্ষামন্ত্রী?
এদিন শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেই আগামী বছরের পরীক্ষার দিন স্থির করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদকেও এবিষয়ে জানানো হয়েছে। ইতিহাস ও অঙ্ক পরীক্ষার আগে একদিন করে কোনও পরীক্ষা রাখা হয়নি।
কবে কোন পরীক্ষা?
আগামী বছর ১৪ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা রাখা হয়েছে। এরপর ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ১৯ তারিখ জীবনবিজ্ঞান, ২০ তারিখ ভৌত বিজ্ঞান এবং ২২ তারিখ অঙ্ক পরীক্ষা রাখা হয়েছে। এছাড়াও ২৪ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।