এবছরের মাধ্যমিকেও ছেলেদের টেক্কা দিল মেয়েরা । মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পাশের হারের নিরিখে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে । শুধু তাই নয়, চলতি বছর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে । এবছর পরীক্ষা দিয়েছিলেন মোট ৬ লাখ ৮২ হাজার ৩২১ পরীক্ষার্থী । তার মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৩ লাখ ৭৬ হাজার ৬৮ । প্রায় ২২ শতাংশ বেশি । মুসলিম মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ।
মাধ্যমিকে এবছর পাশ করেছেন ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী । পরীক্ষা দিয়েছিলেন ৬ লাখ ৮২ হাজার ৩২১ । এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ । পাশের হারের নিরিখে ফের সেরা পূর্ব মেদিনীপুর । তিনে রয়েছে কলকাতা ।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ । পরীক্ষার ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল ।