আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই ফল প্রকাশিত হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি। দু’এক দিনের মধ্যেই পর্ষদ এই সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশ করবে।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা চলেছিল ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। সূত্রের খবর, ফল প্রকাশের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, তার সবই নেওয়া সারা।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, দশ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী মে মাসের মাঝামাঝি, অর্থাৎ আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশিত হতে যাচ্ছে।