মাধ্যমিকে এবার প্রথম হয়েছেন বাঁকুড়ার ছেলে অর্ণব ঘড়াই (Arnab Gharai)। বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের (Bankura Ramkrishna Mission High School) ছেলে অর্ণব। পড়াশোনা ছাড়া গল্পের বইও পছন্দ অর্ণবের। বড় হয়ে ডাক্তার হতে চান অর্ণব।
বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের মহারাজের পাশে দাঁড়িয়ে অর্ণব জানায়, মায়ের ইচ্ছেতেই ডাক্তার হতে চায়। পড়াশোনা ছাড়া প্রচুর গল্পের বই পড়ে অর্ণব। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে পছন্দের তালিকায়। রামকৃষ্ণ মিশনের ছাত্র। অর্ণবের পছন্দ তাই স্বামী বিবেকানন্দের বইও। যতক্ষণ লক্ষ্যে না পৌঁছবে, ততক্ষণ থামা উচিত নয়। অর্ণবের মতে, এটা যদি জীবনে মাথায় রাখা যায়, তাহলেই সাফল্য আসে।
আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের রৌনক, ফেলুদার গল্প আর সত্যজিত রায়ই পছন্দ