মাধ্যমিক পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করার জন্য এবার নয়া উদ্যোগ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE)। পর্ষদ সূত্রে খবর, উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ার ২টি ধাপ পরীক্ষামূলকভাবে অনলাইনে করা হবে। এর ফলে ফলপ্রকাশ দ্রুততর হতে পারে বলে মনে করছে পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার পর একাধিক ধাপ থাকে। এর মধ্যে ২টি ধাপ মুখ্য পরীক্ষকদের কাছে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব ও তা যাচাই পদ্ধতি। এই দুটি ধাপই অনলাইনে করতে চাইছে পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, উত্তরপত্র মূল্যায়ণে এই দুটি ধাপ অনলাইনে হলে ফলপ্রকাশ দ্রুত গতিতে হবে। মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই এবার মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পডুন: জামিন পেয়েই আদালতের বাইরেই মাথা ন্যাড়া করলেন কৌস্তুভ বাগচী
পর্ষদ সূত্রে খবর, পরীক্ষার্থীর নম্বর নিয়ে মুখ্য পরীক্ষকের কাছে ব্যাখ্যা তলবের প্রয়োজন হলে ২০ দিন সময় লাগত। এই ধাপটি অনলাইনে হলে, সেই সময় অনেকটাই কম লাগবে বলে মনে করছে পর্ষদ।