আজ মাঘী পূর্ণিমা (Maghipurnima 2023 )। পুণ্য তিথিতে গঙ্গাসাগরে (Gangasagar) ভিড় জমিয়েছেন পুন্যার্থীরা। পৌষ সংক্রান্তির পর এই বিশেষ দিনেও গঙ্গাসাগরে ভিড় জমান ভক্তরা।
রবিবার সকালে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারতে দেখা যায় ভক্তদের। এরপর কপিলমুনির আশ্রমে পুজো দেন। রীতি মেনে এবারও লক্ষ লক্ষ ভক্তদের সমাগম গঙ্গাসাগরে।
গত দু'বছর কোভিডের বিধিনিষেধ মেনেই গঙ্গাস্নান সেরেছেন পুণ্যার্থীরা। চলতি বছরে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।
আরও পড়ুন- 'ডিসকভার কলকাতা' পাস , ৭ দিনে নির্ঝঞ্ঝাট ঘুরে দেখা যাবে তিলোত্তমার ২৫ জায়গা
রবিবার ভক্তদের সমাগম সামলাতে প্রস্তুত পুলিশ-প্রশাসনও। পুণ্যার্থীদের সব রকম সাহায্য করতে তৈরি রয়েছে সাগর ব্লক ও গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত।