রবিবাসরীয় ভোট প্রচারে বিধাননগর (Bidhannagar) পৌর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP)প্রার্থীর হয়ে জাদুকর পি সি সরকার জুনিয়র (PC Sirkar) প্রচার করলেন।
আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর পৌর নিগম নির্বাচন। তার আগে শেষ রবিবারের ভোট প্রচারে ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উমা শঙ্কর ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচারে আসেন জাদুকর পি সি সরকার জুনিয়র।
আরও পড়ুন: West Bengal Municipal election: আসানসোলে তৃণমূলের রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শতাব্দী রায়
পিসি সরকার জুনিয়র বলেন, "আমি একজন ভালো লোকের হয়ে দাঁড়িয়েছি। আপনারা আর ভুল করবেন না। ভুল করা ঠিক করা আপনার হাতে। আপনাদের ভুলের সঙ্গে আমাদের নিজেদের কপালটা তো জড়িয়ে থাকে। সেজন্য অনুরোধ করছি আর ভুল করবেন না।"