পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো বাংলা বন্দিত। মহাসমারোহে এই রাজবাড়িতে দুর্গা পুজো হয়। পুরোনো ঐতিহ্য এবং নিয়ম মেনেই পুজো সারা হয়। প্রায় আড়াইশো বছরের পুরোনো এই পুজো। আভিজাত্য আর ইতিহাস যেন হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে সেখানে। প্রাচীন আমলের নাট মন্দিরে আজও পূজিত হন মা দুর্গা।
রাজা আনন্দলাল উপাধ্যায়ের মৃত্যুর পর আনুমানিক ১৭৭৮ সালে রানি জানকী দেবী প্রচলন করেন এই পুজোর। পুজোর দিনগুলিতে রাজবাড়ির অন্দরমহলে ঢুকতে পারেন অতিথিরা। ডাকের সাজে অপূর্ব রূপ দেবীর৷ মহিষাদল রাজবাড়িতে দেবী পূজিত হন বৈষ্ণব মতে৷
দশমীতে বরণ সিঁদূর খেলার পর প্রতিমা নিরঞ্জন হয়ে গেল দেবীর। রাজকীয় আদবকায়দায় সারা হয় পুজো, মায়ের বিসর্জন হয় রাজবাড়ির নিজস্ব দিঘিতেই। পুজোয় প্রতিবছর রাজ পরিবারের সদস্যরা রাজবাড়িতে ফেরেন। রাজ মাতার ভাসান দেখতে ভিড় জমায় বহু দর্শনার্থী।