সাংসদ পদ খারিজ করা হোক মহুয়া মৈত্রের। এমনটাই সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। তার প্রতিক্রিয়ায় কৃষ্ণনগড়ের সাংসদ জানিয়েছেন, এটাই প্রত্যাশিত। যা হবে তিনি বুঝে নিন। বৃহস্পতিবার রিপোর্ট পেশ করতে পারে এথিক্স কমিটি। তার আগে বুধবার রাতে নাকাশিপাড়ার এক ফুটবল টুর্নামেন্টে দেখা গেল খোশ মেজাজেই রয়েছেন মহুয়া মৈত্র।
Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে ৫০০ পাতার রিপোর্ট, কড়া শাস্তির সুপারিশ কমিটির: দাবি NDTV-র
টাকা নিয়ে, সংসদে প্রশ্ন করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন , শিল্পগোষ্ঠী আদানীদের বিরুদ্ধে। অভিযোগ, এই প্রশ্নের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অপমান করেছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের এই নালিশের ভিত্তিতেই মহুয়ার সাংসদ ভাগ্য এখন লোকসভার এথিক্স কমিটির কোর্টে।