মালদায় সরকারি অতিথিশালায় মধ্যাহ্নভোজের অনুমতি পেলেন না রাহুল গান্ধী। আগামী ৩১ জানুয়ারি মালদায় আসবেন কংগ্রেস নেতা। দলীয় নেতারা চেয়েছিলেন রতুয়া থানার ভালুকার সেচ দফতরের অতিথিশালায় মধ্যাহ্নভোজ করুন রাহুল। তার জন্য জেলা কংগ্রেস প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়। কিন্তু প্রশাসনিক সূত্রে খবর, ওই দিন মালদা সফরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ম অনুযায়ী কোনও সরকারি অতিথিশালায়া কাউকে থাকার অনুমতি দেওয়া হবে না।
শিলিগুড়িতে রাহুল গান্ধীর 'ন্যায় যাত্রা'-র সভা ও পদযাত্রার অনুমতি নিয়ে বিতর্ক হয়েছিল। মুর্শিদাবাদেও প্রশাসনিক বাধা এসেছে। ১ জানুয়ারি বহরমপুরে রাহুলের যাত্রা চলবে। বহরমপুর স্টেডিয়াম চাওয়া হয়েছিল। প্রশাসন সেই অনুমতি বাতিল করে দিয়েছে। বিকল্প হিসেবে নিকটবর্তী এফইউসি মাঠ দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রশাসন। এবার রাহুল গান্ধীকে মালদায় সরকারি অতিথিশালার মধ্যাহ্নভোজের অনুমতি না দেওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল।
মালদার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদারের অভিযোগ, সরকারি আধিকারিকরা যদি অতিথিশালা কংগ্রেসকে ব্যবহার করতে দেন, তা হলে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে পারেন। তাই কংগ্রেসের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি দুলালচন্দ্র সরকার জানিয়েছেন, সারা বছর ঘুমিয়ে থাকে কংগ্রেস। ভোট এলে জেগে ওঠে। জানুয়ারি মাসে রাজ্যের বিভিন্ন দফতরের নানা প্রকল্পের মেলা থাকে। হঠাৎ করে কংগ্রেস নেতা এলে তাঁকে অতিথিশালা দেওয়া সম্ভব নয়।