নগ্ন ছবি তোলা ও শ্লীলতাহানির অভিযোগে সালিশি সভা বসেছিল। সেই সভায় প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ রাশিদুল শেখ নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি মালদা থানার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের হানা মহম্মদপুরের। গুলিবিদ্ধ হয়েছে এক কিশোর। ছুরির আঘাতে আহত আরও ২ জন। গুলিবিদ্ধ কিশোরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা পলাতক।
স্থানীয় সূত্রে খবর, এক মহিলার নগ্ন ছবি তোলা ও শ্লীলতাহানিকে কেন্দ্র করে গ্রামে মঙ্গলবার রাতে সালিশি সভা বসে। সালিশি চলাকালীন দুই পক্ষের বিবাদ বেধে যায়। সেই সময় অভিযুক্ত রাশিদুল শেখ গুলি চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন: সাদা কাগজে অনুব্রতকে বেডরেস্টের পরামর্শ, ভাইরাল চিকিৎসক ও সুপারের ফোনালাপ
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় মালদা থানার পুলিশ। পুলিশ পিকেট বসানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওই বাড়ির মহিলাদের আটক করে নিয়ে যায় মালদা থানার পুলিশ।