বাড়ি থেকে ৮০০ মিটার দূরে গলার নলি কাটা অবস্থায় এক বৃদ্ধের বিবস্ত্র দেহ উদ্ধার। দিন মজুরের নৃশংস হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসী। কে বা কারা খুন করেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাটি মালদার হরিশচন্দ্রপুরের (Malda Harischandrapur)। ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে আটক করেছে পুলিশ।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বস্তা গ্রামের বাসিন্দা ইসু মণ্ডল। বয়স ৬৭ বছর। তাঁর নলিকাটা বিবস্ত্র দেহ উদ্ধার হয় বাড়ি থেকে ৮০০ মিটার দূরত্বে একটি ভুট্টা ক্ষেতে। ইসু মন্ডলের পাঁচ ছেলে ভিন রাজ্যে কর্মরত। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী সরলিয়া মন্ডলকে নিয়ে থাকতেন।
আরও পড়ুন- ভাঙড়ের বিস্তীর্ণ অংশে জারি ১৪৪ ধারা, মিছিলের অনুমতি পেল না সিপিএম
পরিবার সূত্রের খবর, শুক্রবার রাতে প্রতিদিনের মতোই বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। সকালে গলার নলি কাটা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।