একটানা বৃষ্টিতে শোচনীয় অবস্থা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের। চরম ভোগান্তিতে পড়েছেন রোগীর আত্মীয়রা৷ জলমগ্ন হয়ে পড়েছে হাসপাতাল চত্বর৷ সমস্যার দ্রুত সমাধান করতে উদ্যোগী হয়েছে প্রশাসন।
একটানা বৃষ্টিতে জল জমেছে মালদহের বিভিন্ন এলাকায়৷ মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকাতেও জল জমেছে। এমনকি জলমগ্ন হয়ে পড়েছে হাসপাতালের ভিতরের অংশও৷ মেল ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে। জল জমেছে মেডিক্যাল কলেজের বারান্দায়। হাসপাতালের মেইন করিডোরে প্রবল বৃষ্টির মধ্যে জলে ভিজে পারাপার করছেন রোগীদের আত্মীয়রা।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন এমএসভিপি পুরঞ্জয় সাহা। তিনি জানান, বৃষ্টির জন্যই জল জমেছে৷ তবে পরে জল অনেকটাই কমে গিয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টির উপর নজর রেখেছেন৷ তাঁর দাবি, চিকিৎসা পরিষেবা এর কোনও প্রভাব পড়েনি, তা স্বাভাবিকভাবেই চলছে।