ছোটবেলার বন্ধুর দুটো কিডনি বিকল। বন্ধুর চিকিৎসার জন্যে পথে নামলেন বন্ধুরা। ছেলেবেলার বন্ধুরা একসাথে একজোট হয়ে হাতে প্লাস্টিকের কৌট নিয়ে রাস্তায় নেমেছেন। কৌটর গায়ে লেখা 'হেল্প ফর বিশাল'।
বিশাল প্রামানিক বয়স আনুমানিক ২৪ বছর। মানিকচক (malda news ) শিক্ষা নিকেতন হাই স্কুল থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর থেকেই সংসারের হাল ধরেছেন বিশাল। বাবা মারা যাওয়ার পর মানিকচক বাসস্ট্যান্ডে পি ডব্লিউ ডি জায়গায় বেড়া দেওয়া ভাঙাচোরা ছোট্ট সেলুন চালিয়ে দিন কাটে। বাড়িতে মা বোন আশি ঊর্ধ্ব ঠাকুমাও রয়েছে।
আরও পড়ুন- একাধিক দাবিতে জঙ্গলমহলে ফের আদিবাসীদের রেল রোকো, বিঘ্নিত ট্রেন পরিষেবা
সম্প্রতি জানা যায় বিশালের দুটি কিডনি বিকল হয়ে গিয়েছে। ভাল চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। আত্মীয়-স্বজন পরিবার-পরিজন প্রতিবেশী সকলে পাশে দাঁড়ালেও প্রয়োজন অনেক টাকার। প্রশাসন-সহ বিভিন্ন বিশিষ্টদেরকাছে অর্থ সাহায্যের জন্য গেলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। ফলে বন্ধুর চিকিৎসার জন্য শেষ পর্যন্ত পথে নামতে হয়েছে তাঁদের।