সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল। প্রায় তিন বছরের প্রেম। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ওই প্রেমিকের হাত ধরে কলকাতা থকে সুদূর মালদহে পাড়ি দিল টলিগঞ্জের কিশোরী। অবশেষে কলকাতা পুলিশ এবং মালদহ পুলিশের যৌথ উদ্যোগে ওই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। ধৃতের নাম বিশ্বজিৎ বর্মণ।
জানা গিয়েছে, মালদহের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ধৃত ওই যুবক বিবাহিত। তাঁর দুই সন্তানও রয়েছে। ওই যুবকের হাত ধরেই ঘর ছাড়ে কিশোরী। অন্যদিকে, মেয়ের খোঁজখবর না পেয়ে পুলিশের দ্বারস্থ হন মেয়েটির পরিবারের লোকজন।
আরও পড়ুন - বাড়ির গণেশের মূর্তি দিয়েই আট বছরের একরত্তিকে থেঁতলে দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ
তদন্ত শুরু করে পুলিশ। কিশোরীর সোশ্যাল মিডিয়া ঘেঁটে বিশ্বজিতের নাগাল পায় পুলিশ। জানা গিয়েছে, কলকাতা থেকে মালদহে পালিয়ে গিয়েছিল ওই কিশোরী। বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল।