ফের দিনে দুপুরে ডাকাতি। এবার সমবায়িকা ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় চাঞ্চাল্য মালদার গাজোলে। দুষ্কৃতীদের গুলিতে আহত এক ব্যাঙ্ককর্মী। ঘটনায় আতঙ্ক গোটা এলাকায়। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, প্রায় সাত-আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতী দল।
জানা গিয়েছে, বুধবার দুপুরে গাজোলের কেষ্টপুর এলাকার একটি সমবায় সমিতির ব্যাঙ্কে ঢুকে পড়ে প্রায় সাত-আট জন সশস্ত্র দুষ্কৃতী। তাঁদের আটকাতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যাঙ্কের হিসাবরক্ষক যোগেশ্বর মণ্ডল। সঙ্গে সঙ্গে আহতকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
গত দু'মাস ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক ডাকাতির খবর প্রকাশ্যে এসেছে। কখনও রানিগঞ্জের সোনার দোকানে, কখনও হাওড়ার ডোমজুড়ে। প্রত্যেক ঘটনায় বিহার-ঝাড়খণ্ডের যোগ মিলেছে। ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় অন্তরাজ্য যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।