মালদায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠল অভিভাবকের বিরুদ্ধে । জানা গিয়েছে, স্কুলের মধ্যে ঢুকে ওই শিক্ষিকাকে প্রথমে চুলের মুঠি ধরে টেনে আনা হয় বাইরে । তারপর তাঁকে থাপ্পড় মারা হয় বলে অভিযোগ । ওই শিক্ষিকাকে অশ্রাব্য গালিগালাজ করারও অভিযোগ উঠেছে । এদিন দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের নাজিরপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে । ঘটনায়, নিরাপত্তাহীণতায় ভুগছেন ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ।
ওই শিক্ষিকার দাবি, সম্প্রতি, স্কুলের অফিস ঘরের ড্রয়ার থেকে চুরি যায় প্রায় ৭০০ টাকা । স্কুলের শিক্ষক-শিক্ষিকারা জিজ্ঞাসাবাদ করতে, তৃতীয় শ্রেণির এক ছাত্র চুরির কথা স্বীকার করে । এরপর তাকে শাসন করেছিলেন শিক্ষকরা । ছেলেকে মারধর করা হয়েছে অভিযোগ তুলে এদিন স্কুলে চড়াও হন ওই ছাত্রের মা ও এলাকার কয়েকজন মহিলা । প্রথমে তাঁরা স্কুলের টিআইসি চন্দন মিত্রের উপর চড়াও হন । গোটা ঘটনা যখন ভিডিও করছিলেন ওই শিক্ষিকা, তখনই তাঁর হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় । দু’জন মহিলা তাঁর চুলের মুঠি ধরে ক্লাসরুম থেকে বের করে নিয়ে যান বলে অভিযোগ ।
নির্যাতিতা শিক্ষিকার দাবি, তাঁরা ওই ছাত্রকে শুধুমাত্র শাসন করেছিলেন । কোনও মারধর করেননি । অন্যদিকে, ওই ছাত্রের মায়ের দাবি, তিনি শিক্ষিকাকে মারধর করেননি ।