মহালয়া থেকে চলা কংগ্রেস এবং তৃণমূলের (Tmc-Congress Clash) বিবাদের রেশে ফের উত্তপ্ত মালদহের (Malda) চাঁচলের কলিগ্রাম প্রাণসাগর এলাকা। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে আগুন লাগানোর অভিযোগে চাঁচল-আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল। পাল্টা সংঘর্ষ বাধে কংগ্রেস-সিপিএম জোট কর্মীদের সঙ্গে। ঘটনায় বেশ কয়েক জন জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
তৃণমূলের অভিযোগ, এই অশান্তির জেরে বুধবার স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা রেজাউল খানের বাড়িতে আগুন লাগিয়ে দেয় কংগ্রেস এবং সিপিএম। অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, তৃণমূল সন্ত্রাস কায়েম করতে চাইছে।
ঘটনার সূত্রপাত মহালয়ার দিন। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুপক্ষের বচসা বাধে। অভিযোগে, সেই দিনেই মোটরসাইকেল নিয়ে ফেরার সময় পঞ্চায়েত প্রধানের ভাই ইমরান খানের উপর হামলা চালায় কংগ্রেসের লোকজন।
আরও পড়ুন - গত বছর থেকে শিক্ষা, নিরঞ্জনের সময় দুর্ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা মাল নদীতে
সপ্তমীতেও ফের উত্তপ্ত হয় ওই এলাকা। কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই বচসার রেশে একাদশীতেও ফের গোল বাধে। বুদজবার ভোরে পঞ্চায়েত প্রধান রেজাউলের পুরনো বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে।