দাদার সঙ্গে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাসপাতালে। সেখানেই ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণী। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বছর ছাব্বিশের ওই তরুণীর নাম সায়রা খাতুন। বৃহস্পতিবার দাদার সঙ্গে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। হাসপাতালের ছ’তলায় একটি ফাঁকা জায়গা রয়েছে। হাসপাতালের দাবি, অগ্নিকাণ্ড বা অন্য কোনওভাবে হাসপাতালে আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে সকলের প্রাণ বাঁচাতে ওই ছ’তলার ওই জায়গাটি ব্যবহার করা হয়। হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হয়, ওই স্থানটি থেকেই সবার নজর এড়িয়ে আচমকা ঝাঁপ দেন তরুণী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
হাসপাতালের সুপার পুরঞ্জন সাহা বলেন, ‘‘বছর ছাব্বিশের ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। উনি এখানে ডাক্তার দেখাতে এসেছিলেন তাঁর দাদার সঙ্গে। আচমকা তিনি ছ’তলা থেকে ঝাঁপ দিয়েছেন। ওঁকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।’’