বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দুই পরিবারের অশান্তি। সেই অশান্তি থামাতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিশের। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের পাথার গ্রামের। গুরুতর আহত ৩ পুলিশ আধিকারিক।
বৃহস্পতিবার সকালে দুটি পরিবারের সঙ্গে ঝামেলা চলছিল। পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ, দুই পক্ষ মিলে বাঁশ-লাঠি নিয়ে পুলিশের উপর হামলা করে। তিন পুলিশ আধিকারিকের মাথা ফেটে যায়। আহত এক এএসআই-সহ দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম হয়েছেন আরও ৮-১০ জন আধিকারিক।
গুরুতর আহত অবস্থায় তিন পুলিশ আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, এক পুলিশ আধিকারিকের মাথায় ২৮টি সেলাই পড়েছে। ঘটনায় গ্রামে পুলিশি অভিযান চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।