তৃণমূল শহিদ সভা শুরুর আগেই টুইটারে কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। শহিদদের প্রতি সম্মান জানান তাঁরা।
তৃণমূল কংগ্রেসের টুইটার অ্য়াকাউন্ট থেকে মমতা লেখেন, গণতন্ত্রের অধিকার রক্ষা করতে গিয়ে ৩০ বছর আগে ১৩ জন শহিদ হয়েছিলেন। পাশাপাশি তাঁদের শ্রদ্ধা জ্ঞাপনও করেন।
Read More- কাতারে কাতারে ধর্মতলায় উদ্দেশে তৃণমূল কর্মীরা, মঞ্চে হাজির একাধিক নেতা
এদিকে প্রায় একই সময়ে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, "শহিদ দিবস আমাদের হৃদয়ে আবেগের জন্ম দেয়। আজ ১৩ জন শহিদকে শ্রদ্ধা নিবেদন করা হয়। যাঁরা অত্যাচারীদের সঙ্গে লড়াই করেছিলেন এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছিলেন।"