২০২৪ সালে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বাজেটকে অন্তঃসার শূন্য বলে অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বোলপুরে সরকারি এক অনুষ্ঠানে তাঁর দাবি, কেন্দ্রের এই বাজেটে গরীবদের কোনও কথা নেই। অভিযোগ, কেন্দ্রের এই বাজেটে আরও চাপ বাড়বে মধ্যবিত্তের উপরেই। এদিন এই অভিযোগও করেন তৃণমূল নেত্রী। বোলপুরের সরকারি মঞ্চে মমতা জানান, তিনি অনেক দফতরে কাজ করেছেন। তাঁকে যদি আধ ঘণ্টা সময় দেওয়া যায়, তাহলে গরীবদের জন্য কী ভাবে বাজেট করতে হয়, তা তিনি দেখিয়ে দেবেন।
এদিনের অনুষ্ঠানে বীরভূমের লাল মাটি থেকে আগাগোড়া বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, কেন্দ্র সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে বলেও এদিন ফের অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, আগে রাজ্য করের টাকা হাতে পেত। এখন জিএসটির মোড়কে সেই টাকাও রাজ্যের কাছ থেকে নিয়ে চলে যায় কেন্দ্র।
বোলপুরের সভা থেকেই এদিন নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা করেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে অভিযোগ করেন, রাজ্যে চাকরি দেওয়ার সবরকম চেষ্টা করছে। কিন্ত কিছু মানুষ আছেন যাঁরা আদালতে গিয়ে সেই চাকরি আটকে দিচ্ছে।