পশ্চিমবঙ্গ (West Bengal) বিধানসভায় কার্যত যুযুধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikary)।
মমতা অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী তাঁদের ধমকি দিয়ে গেলেন! মুখ্যমন্ত্রী আরও জানালেন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক কৃষ্ণ কল্যানী তাঁকে জানিয়েছেন, শুভেন্দু আয়করের নোটিস দেওয়ার হুমকি দিয়েছেন। মমতা বলেন, "তাহলেই বুঝুন কে আয়কর দফতর চালায়, কে-ই বা চালায় সিবিআই।"
মমতা কাঁথির (Contai) অধিকারী পরিবারকে কটাক্ষ করে বলেন,"বাবা-ছেলে সকলেই দীর্ঘজীবী হোক।"
মমতার বক্তৃতা চলাকালীনই বিধানসভার কক্ষ ত্যাগ করে বিজেপি। মমতা বলেন, "ওরা পালিয়ে গেল এই ভয়ে যদি আমি গরু পাচার, বালি খাদান, পরিবহন সংক্রান্ত কেলেঙ্কারির কথা বলে দিই।"
আরও পড়ুন: JMB link man: স্কুলশিক্ষকের পরিচয়ের আড়ালে জেএমবি লিঙ্কম্যান, গ্রেফতার বাঁকড়া থেকে
মমতাকে পাল্টা তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান!’’
বুধবার বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ সহায়তায় বিধানসভার অধিবেশন ভণ্ডুল করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। শুভেন্দু বলেন, ‘‘কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তাই দরকার।’’
নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। আপনি আমার বিরুদ্ধে বহু মামলা করেছেন। আমি হাই কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান।’’
শুভেন্দুর কটাক্ষ, "আগামী দিনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে তখন আপনি আপনার বুথে হারবেন, ওয়ার্ডে হারবেন, নন্দীগ্রামে যেমন হেরেছেন সে ভাবেই আপনি হারবেন।’’