আগেই ঘোষণা করা হয়েছিল। রাজ্য সরকার আরও ২০০ জন করে WBPS ও WBCS আধিকারিক নিয়োগ করবে। বৃহস্পতিবার ৬ জন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ৬ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করার কথাও জানিয়েছেন তিনি।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "৮৫ জন আছে। যারা স্টেট ক্যাডারের আইপিএস অফিসার। মোট ৬৩৫ জন। যারা আগে আছে, আগে তাদের কথা বলে নি। হয়তো অল্প সংখ্যক আছে। এরা রিপ্রেজেন্ট করছে। আমি একটা লক্ষ্য করেছি। WBCS-এর একটি সংস্থা আছে। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওদের কিছু আলোচনা বা মিটিং করে। রাজ্য পুলিশের কিছু ছিল না।" মুখ্যমন্ত্রী জানান, IPS বা IAS আধিকারিকদের নিজস্ব ফোরাম আছে। তেমনই WBPS আধিকারিকদের জন্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফিসার্স ওয়েলফেয়ার ফোরাম তৈরি হবে। এর ফলে উপকৃত হবেন ৬৩০ জন WPBS আধিকারিক।
আরও পড়ুন: গণতন্ত্রকে বুলডোজ করা হচ্ছে', মহারাষ্ট্র নিয়ে বিজেপিকে তোপ মমতার
জাতীয় ক্যাডারের আধিকারিক, অর্থাৎ IAS, IPS-দের পাশাপাশি এবার রাজ্য ক্যাডারের পুলিশ আধিকারিক অরথাৎ রাজ্য পুলিশ সার্ভিসের দিকেও নজর দেন মুখ্যমন্ত্রী। আগেই এই নিয়ে ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার নবান্ন থেকে এর আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।