মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন গত ৫ মে। ২০২২ সালের ওই তারিখ থেকে, অর্থাৎ তৃতীয়বারের জন্য মমতার মুখ্যমন্ত্রী হওয়ার বর্ষপূর্তি থেকে লাগাতার কর্মসূচি নেবে তৃণমূল। নজরুল মঞ্চের সাংগঠনিক বৈঠক থেকে এ-কথা জানালেন মমতা। সেই সঙ্গে খোলসা করলেন জনসংযোগের পরিকল্পনা।
আরও পড়ুন: West Bengal Cabinet Reshuffle: বাংলার মন্ত্রিসভায় রদবদল, চন্দ্রিমা-ফিরহাদকে দেওয়া হল নতুন দায়িত্ব
তিন ধাপে এই কর্মসূচি হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে ৫ মে থেকে ২১ জুলাই। পরের পর্যায়ে ২১ জুলাই থেকে রাজ্যের উৎসবের মরসুম শুরু হওয়ার আগে পর্যন্ত। আবার তৃতীয় পর্যায়ে কর্মসূচি শুরু হবে পুজোর পর থেকে।