সাগরদিঘি উপনির্বাচনে হারের পরই নড়েচড়ে বসেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। হারের কারণ তাঁকে জানাতে পাঁচ সদস্যের কমিটি গঠন করিয়ে রিপোর্ট তলব করেছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় সেই নিয়েই আলোচনায় বসলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ঘরে ছিলেন জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান এবং গোলাম রব্বানী। জানা গিয়েছে, সাগরদিঘিতে হারের নেপথ্যে মোট ২৫'টি কারণ খুঁজে পেয়েছে কমিটি। সেই কারণগুলি বিশ্লেষণ করেই তৈরি করতে হবে রিপোর্ট।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের একমাত্র উপ-নির্বাচনের ফলে বেশ বড় ধাক্কা খেয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। গত বারো বছরে এই প্রথম তাদের দখলে থাকা আসনে হেরে গেল তৃণমূল। ২০১১ সাল থেকে মুর্শিদাবাদ জেলার এই সাগরদিঘিতে জিতছে তৃণমূল। সেই আসনেই এবারের উপ-নির্বাচনে ২৫ হাজার ভোটে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী বায়রন বিশ্বাস।