কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা দিচ্ছে না । ১০০ দিনের প্রকল্পে বকেয়া রেখেছে ৭ হাজার কোটি টাকা । কেন্দ্রের (Centre) কাছে আবেদন, গরিবের টাকা মারবেন না । দয়া করে ফিরিয়ে দিন । হাওড়ার পাঁচলার প্রশাসনিক সভা থেকে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
আগেও ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পে ‘কেন্দ্রীয় বঞ্চনা’-র অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী । এদিন পাঁচলার প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "আমার দুঃখ লাগছে একটাই ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিল না ।যদি দিত কিছু বলতাম না। আমি বলতাম, নিশ্চয়ই দিয়েছে। কিন্তু এইগুলো তো আর লুকোনো যায় না।" এরপরই তাঁর অভিযোগ গরিব মানুষের অন্ন কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার ।
এদিনের সভায়, রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন । আরও একবার কন্যাশ্রী, স্মার্ট কার্ড, স্টুডেন্ট কার্ড, দুয়ারে রেশন প্রকল্পের কথাও তাঁর বক্তৃতায় উঠে আসে । মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র টাকা না দিলেও, রাজ্য যথাসাধ্য করার চেষ্টা করছে ।