সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প সরে যাওয়া তাঁর দায় নয়। দায়ি তৎকালীন বামফ্রন্ট সরকার। শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে গিয়ে বিরোধীদের চাঁচাছোলা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, টাটাকে তিনি তাড়াননি, তাড়িয়েছে সিপিএম।
এদিন শিলিগুড়ির বিজয়া সম্মিলনী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে। আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি। টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আমি পলিটিক্যাল কথা এখানে বলতে চাই না।"
আরও পড়ুন: 'তৃণমূল নেতাদের দুর্নীতির খবরে দুঃখ পাই', বরানগরের মঞ্চ থেকে সরব সৌগত রায়
এদিন তৎকালীন বামফ্রন্ট সরকারকে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আপনারা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরৎ দিয়েছি। জায়গার তো অভাব নেই। জোর করে কেন জমি নেব! আমরা এত প্রজেক্ট করেছি। কই জোর করে তো জমি আমরা নিইনি।"