সিবিআই (CBI) দেখিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। ডেকে পাঠানো হচ্ছে টোটোচালক, চিকিৎসক, সাংবাদিকদের। দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
এদিন দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখানে সিবিআইয়ের কেস চলছে, তোমরা জানো। এটাকে কেন্দ্র মামলায় জেরা করার জন্য বীরভূমের গরীব এক টোটোচালককেও ডেকেছিল সিবিআই।"
আরও পড়ুন: আগের নির্বাচন অবৈধ, মেডিকেল কাউন্সিলে অ্যাড হক কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের
এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রের নাম না করে বলেন, "অত্যাচারটা এমন এক জায়গায় গেছে, নামী চিকিৎসক অভিজিৎ চৌধুরীকেও ডেকেছিল। সাংবাদিকদেরও ডাকা হয়েছে। তৃণমূলের বিধায়ক, পঞ্চায়েত সদস্যদের ডেকে ডেকে হেনস্থা করা হচ্ছে। বিভিন্ন পেশার মানুষ, সবাইকে, এক হাজার লোককে একটা কেসে ডাকা হচ্ছে। পুরো হযবরল।"