রবিবার ছট পুজোয় অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হেস্টিংস মোড়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তক্তাঘাট পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। নেতাজি স্পোর্টিং ক্লাবের মঞ্চ থেকে সকলকে ছটপুজোর শুভেচ্ছা জানিয়ে ছট মাইয়ার কাছে রাজ্যের বেকার ছেলেমেয়েদের কর্ম সংস্থান প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী৷ প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেন, 'আমি সকলের জন্য ছটি মাইয়ার কাছে প্রার্থনা করেছি। ছটি মাইয়া যেন আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে। আপনাদের মনবাঞ্ছা পূর্ণ করুক। আপনাদের ছেলেমেয়েদের চাকরি হোক।'
এর আগেই ছট পুজো উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ সকলকে ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর একটা অনুরোধ ঝগড়া অশান্তি না করে সকলে যেন সুস্থভাবে আনন্দ উপভোগ করেন। ছট পুজোয় এসে 'দিদি' জানান, তিনি ঠেকুয়া খেতেও ভীষণ ভালোবাসেন। হালকা মজার ছলে তিনি আরও বলেন, 'বেশি খাব না। মোটা হয়ে যাব। কিন্তু, খুব টেস্টি।'
এদিকে ছটপুজো উপলক্ষে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। কলকাতা পুরসভার তরফে ১৫ টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে, বিকল্প জলাশয়ের ব্যবস্থাও করা হয়েছে। রবিবার থেকে সোমবার বিকেল ৪টে পর্যন্ত শহরের একাধিক জলাশয়ে ছটপুজো করতে পারবেন ভক্তরা।