রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজভবনের সঙ্গে ফের সংঘাত সরকারের। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সংঘাতও নতুন কিছু নয়। বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে অভূতপূর্ব সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে যে, রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সাংবাদিক বৈঠক করে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত জানিয়েছেন। সেইসঙ্গে তিনি এই কথাও জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে বিধানসভায় আইন পাশ করতে হবে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে (Chief Minister) আচার্য চেয়ে ২০১০ সালে প্রস্তাব করেছিল একটি কমিশন। সেই সুপারিশের ভিত্তিতেই মন্ত্রিসভার (Cabinet minstry) এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: বিদিশার মৃত্যু রহস্যের তদন্তে ৪ বন্ধুকে ডেকে পাঠাল পুলিশ
প্রসঙ্গত, বিভিন্ন বিষয়ে রাজ্যপাল (Jagdeep Dhankhar) এবং সরকারের সঙ্ঘাত পশ্চিমবঙ্গে নতুন নয়। শিক্ষাক্ষেত্রেও এই সঙ্ঘাত বারবার চরমে পৌঁছেছে। এমন ঘটনা প্রকাশ্যে এসেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল বৈঠক করতে চাইলেও উপাচার্যরা যাননি। তার পর প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। এ ছাড়া উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপালের সঙ্গে সঙ্ঘাত বাধার নজির রয়েছে রাজ্যের। এমন আবহে আচার্য হিসাবে রাজ্যপালকে সরানোর ভাবনা-চিন্তা বহু আগেই শুরু হয়েছিল সরকারের অন্দরে।