পঞ্চায়েত ভোটের আগে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ১৭ মার্চ কালীঘাটে ওই বৈঠকে হাজির থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্ব।
শুক্রবারের ওই বৈঠক থেকেই পঞ্চায়েত ভোটের আগে দলের নীতি নির্ধারণ থেকে পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করা হবে বলেই খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাগরদিঘি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের কাছে হারের পর রীতিমতো সতর্ক তৃণমূল। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনও ধরনের ঢিলেমি বা অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে নেতাকর্মীদের গ্রাস না করে, তা নিয়ে যথেষ্ট সতর্ক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন- Deepika Padukone : অফ শোল্ডার কালো গাউন, গলায় হিরের গয়না, অস্কারের মঞ্চে নজরকাড়া দীপিকা পাডুকোন
মূলত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কৌশলগত দিক নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন দলনেত্রী। বৈঠকে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের মতো বরিষ্ঠ নেতাদের কাঁধে বাড়তি দায়িত্ব পড়তে পারে বলেই মত তৃণমূল নেতৃত্বের।