আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সেই সংক্রান্ত একের পর এক ঘটনা প্রবাহ সামনে আসার পর থেকে রাজ্য সরকার বেশ কিছুটা অস্বস্তিতে। সেই আবহেই নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার, ৯ সেপ্টেম্বর নবান্নে ওই বৈঠক হবে। বৈঠকে রাজ্যের সব দফতরের কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কাকতালীয় ভাবে, ওই দিনই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি।
নবান্নের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বর বেলা ১টায় নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক দফতরের মন্ত্রী, সচিবের বৈঠকে উপস্থিত থাকা বাধ্যতামূলক। ডিজি এবং এডিজি পদমর্যাদার আধিকারিক, কলকাতার পুলিশ কমিশনার উপস্থিত থাকবেন।
আরজি করের ঘটনার পর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, সুপ্রিম কোর্টের তরফেও তা উল্লেখ করা হয়েছে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কেন তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করার পরেও সিবিআই এর হাতে গ্রেফতারির আগে কেন সন্দীপকে সাসপেন্ড করা হল না, ১৪ অগাস্টের রাতে আরজি করের ওপর হামলা রুখতে কেন ব্যর্থ হল পুলিশ, এইরকম, নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন দফতরকে মমতা কী বার্তা দেন, সেটাই দেখার।
গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর এই প্রথম নবান্নে পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। সব দফতরের কাজের পর্যালোচনা হবে এই বৈঠকে। ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে।