২১ জুলাই সমাবেশের (21 July Sahid Diwas) মঞ্চে ভাষণ দিতে গিয়ে বিজেপিকে বিঁধে রাজ্যের উন্নয়নের খতিয়ান দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়কে পরোক্ষে উল্লেখ করে মমতা বলেন, ‘‘২১ কখনও ভুলে যায় না। ২১ সব মনে রাখে, আর সেটাই ২০২১ সালে প্রমাণিত হয়েছে।’ এরপরেই তিনি ভিড়কে উদ্দেশ্য করে বলেন, ‘তৃণমূল থাকলে ফ্রিতে রেশন পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন। স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধ, পেনসন ভাতা, ঐক্যশ্রী, সবুজসাথী এবং ট্যাব পাবেন।’
Manik Bhattacharya : টেট দুর্নীতির তদন্তে নথি-সহ আজ ইডির দফতরে মানিক ভট্টাচার্যকে হাজিরার নির্দেশ
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখের পর নেত্রী রাজ্যে শিল্প ও চাকরির উন্নয়নের খতিয়ান দিয়ে বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের রিপোর্টই বলছে, গোটা দেশের মধ্যে এরাজ্যে কৃষকদের উপার্জন সবচেয়ে বেশি বেড়েছে। গোটা দেশে ৪৫ শতাংশ বেকারি বেড়েছে, কিন্তু বাংলায় ৪০ শতাংশ বেকারি কমেছে। তাজপুর বন্দরে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। সিলিকন ভ্যালিতে ৫০ হাজার চাকরি হবে। ডানকুনি থেকে অমৃতসর ফ্রেট করিডর তৈরি হচ্ছে। এর ফলে রাজ্যে শিল্পের উন্নয়ন হবে। দেওচা প্রকল্প হলে রাজ্যে বিদ্যুতের অভাব হবে না, বরং বিদ্যুতের দাম কমবে। এছাড়া রাজ্যে ৫০০ শিল্প পার্ক হচ্ছে। রাজ্য সরকারের হাতে এখন ১৭ হাজার চাকরি রয়েছে, কিন্তু আদালতে মামলা চলায় আপাতত নিয়োগ করা যাচ্ছে না। ’’