হালফিলে মেয়েরা খড়খড়ে , ভারী শাড়ি পরতে চায় না। তাঁদের যাতে স্লিম লাগে তাই নরম বা হালকা শাড়ি পরেন তাঁরা। এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই কথাতেই বোঝা যায় , পাহাড়প্রমাণ কাজের মাঝেও সিরিয়াল থেকে ফ্যাশন সবেরই খবরাখবর রাখেন মুখ্যমন্ত্রী। যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসায় কীভাবে নিত্য নতুন আইডিয়া বের করতে হয় তাই মঙ্গলবার মিষ্টান্ন ব্যবসায়ীদের বোঝাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তখনই রাজ্যের শাড়ি ব্যবসায় বদলের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
Jeetu-Nabanita: জিতুর জন্মদিনে 'নতুন বন্ধু'র সঙ্গে গোয়ায় 'বাচ্চা বউ'? কী বললেন নবনীতা?
পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে ‘মিলন উৎসব’-এর সভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আগে বিষ্ণুপুরের বালুচরী শাড়ি ছিল খরখরে। কিন্তু এখন মেয়েরা খরখরে শাড়ি পরতে ভালবাসে না। শুধু মেয়েরা কেন, ছেলেরাও খরখরে পোশাক পছন্দ করে না। সবাই হালকা পরতে ভালবাসে। আমি বিষ্ণুপুরের শাড়িকে একেবারে পাতলা করে দিতে বলেছিলাম। এখন সেরকম পাতলা করে দিয়েছে, আরও ভাল লাগছে।’ মুর্শিদাবাদের শাড়িতে বদল এসেছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য অনুষ্ঠান ছাড়া আজকাল ভারী শাড়ি কেউ পরতে চায় না।