২১ জুলাই মঞ্চ থেকে (21 July Sahid Diwas) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর অভিযোগ, রাজনৈতিক লড়াই পেরে উঠতে না পেরে কেন্দ্রের শাসক দল বিজেপি বাংলার সঙ্গে বঞ্চনা করছে।
এদিন তৃণমূলনেত্রী তাঁর ভাষণের অনেকটাই খরচ করেন কেন্দ্রীয় সরকার তথা শাসক দল বিজেপির সমালোচনায়। নেত্রীর অভিযোগ, বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক লড়াইতে পেরে উঠছে না বিজেপি। গত বিধানসভা ভোটে তারা পর্যদুস্ত হয়েছে। তাই এখন বাংলার প্রতি বঞ্চনা করছে কেন্দ্র। বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।
21 July Sahid Diwas:রাজ্যে ৪০ শতাংশ বেকারি কমেছে, ২১ জুলাই মঞ্চে উন্নয়নের খতিয়ান মমতার
মমতা এদিন তাঁর ভাষণে অভিযোগ করেন, কেন্দ্র ১০০ দিনের টাকা আটকে রেখেছে। ওই টাকা বাংলার প্রাপ্য। তিনি বলেন, ‘‘বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। যাঁরা কাজ করেছেন সেই গরিবরা গত সাত মাস ধরে টাকা পাচ্ছেন না। বাংলা আবাস যোজনা বন্ধ করে দিয়েছে। এমন কী হয়েছে যে, বাংলায় আপনারা (কেন্দ্রীয় সরকার) অর্থনৈতিক অবরোধ চালাচ্ছেন? এমনটা কেন হয়েছে? রাজনৈতীতে কেউ হারে, কেউ জেতে। কেউ যদি আমাদের ভোট না দেন তাহলে কি আমরা তাঁকে খেতে দিই না?’’
আরও পড়ুন: ২০২৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
এরপরেই নেত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘বিজেপি সরকার শুনে রাখুন, যদি গরিবরা তাদের প্রাপ্য না পায় তবে আমরা লোক নিয়ে দিল্লিতে গিয়ে ঘেরাও করব। ১০০ দিনের কাজের টাকা জলদি দাও, এটা আমাদের প্রাপ্য।’’